মাঠে ফেবারিট বলে কিছু থাকে না: রদ্রিগো

বিশ্বকাপের ফেবারিট দলগুলোর একটি ব্রাজিল। তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস তা অস্বীকার করেন না। ভালো দল নিয়ে কাতারে আসতে পেরেছে বলেই তারা ফেবারিট বলে উল্লেখ করেছেন রিয়াল মাদ্রিদে খেলা এই ২১ বছর বয়সী ফুটবলার। তবে একবার মাঠে নামলে ওই ফেবারিট শব্দ বাড়তি কোন সুবিধা এনে দেয় না বলেও জানিয়েছেন ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারা এই তরুণ।

ব্রাজিল দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে রদ্রিগো বলেছেন, ‘আমরা জানি যে, আমাদের দলটা খুবই ভালো। ফেবারিট দলগুলোর একটি আমরা। তবে অন্যরাও আছে, যাদের খুবই ভালো দল আছে। মাঠে নামার পরে ফেবারিট বলে আসলে কিছু থাকেও না। তখন নিজেদের প্রমাণ করতে হয়।’

ব্রাজিলের বিশ্বকাপ দলে বেশ কিছু তরুণ ফরোয়ার্ড জায়গা পেয়েছেন। রাইট উইঙ্গার অ্যান্তনি, স্ট্রাইকার পেদ্রোরা জাতীয় দলের জার্সিতে অনভিজ্ঞ। রদ্রিগো গোয়েসও ওই সারিতে। তবে তাদের সামর্থ্য ও প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। রদ্রিগো জানিয়েছেন, তিনি বিশ্বকাপ দলে জায়গার ব্যাপারে নিশ্চিত ছিলেন না, ‘জীবনের সেরা মুহূর্ত। যা ছিল স্বপ্ন। কোচ আমার নাম ঘোষণা করলেন, আজ আমি সংবাদ সম্মেলনে।’

শুধু আক্রমণভাগের নয় ব্রাজিল দলের নেতা নেইমার জুনিয়র। তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পিএসজির এই তারকা। রদ্রিগো জানিয়েছেন, নেইমার তরুণদের সাহস দিচ্ছেন, অভিজ্ঞতা ভাগাভাগি করছেন, ‘কিছুটা নার্ভাস, এটা অবশ্য স্বাভাবিক। অভিজ্ঞরা অভিজ্ঞতা শেয়ার করছেন, আমরা তরুণরা শিখছি।’

তিনি বলেন, ‘নেইমার দলের একজন নেতা, সেই সান্তোস থেকেই। তরুণদের তিনি আত্মবিশ্বাস দিচ্ছেন। সান্তোসে তার খেলা দেখে আমি বড় হয়েছি, সকলে তার যোগ্যতা সম্পর্কে জানেন, তার সঙ্গে খেলতে পারা আমার জন্য সম্মানের। কারণ তিনি আমার আইডল ছিলেন, আছেন।’

কাতার বিশ্বকাপে ২৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় এবং ক্যামেরুনের বিপক্ষে ৩ ডিসেম্বর রাত ১টায় মুখোমুখি হবে সেলেকাওরা। রদ্রিগো জানিয়েছেন, একাদশে তিনি থাকবেন কিনা জানেন না। তবে কোচ তাদের বলেছেন, দলে সকলেই সমান এবং সবারই খেলার সম্ভাবনা আছে।