ঝিনাইদহ উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাকের অধিপরামর্শ সভা

ভূমি খাতে সেবার মান উন্নয়নের লক্ষ্যে সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহের মধ্যে এক অধিপরামর্শ সভা সহকারী কমিশনার (ভূমি) এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সভায় টিআইবি’র সম্প্রতি শুরু হওয়া পাটিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যাড অ্যাকাউন্টেবিলিটি (প্যাক্টা) প্রকল্প ও এই প্রকল্পের আওতায় সনাক এর অনুপ্রেরণায় গঠিত।

উপজেলা ভূমি অফিস বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), এসিজি’র পরিচিতি সভা, প্যাক্টঅ্যাপ ব্যবহারের মাধ্যমে কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সনাক ঝিনাইদহ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন পরিচালিত সভায় অংশগ্রহণ করেন সনাক সহ-সভাপতি নাসরিন ইসলাম, সনাক ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ ইলাহী বকস, সদস্য মোঃ আবু তাহের, ইয়েস সদস্য সাদিয়া আফরিন বৃষ্টি, রেখা রানী দাস এবং মাহমুদ হোসাইন।