চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না: মাশরাফি

আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে সৌদি আরবের কাছে। ২-১ গোলের হার স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না দলটির সমর্থকরা। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা দলের এমন পারফরম্যান্স হতাশ করেছে তাদের।

আর্জেন্টিনার বেশ বড় ভক্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কষ্টের কথা জানিয়েছেন তিনিও।

ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু না। তবে ওদের ডিফেন্স আবারও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য, তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায় না।’

তিনি আরও লিখেন, ‘আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারে না তা আরও একবার প্রমাণিত, ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’

আর্জেন্টিনাকে কতটুকু পছন্দ করেন জানিয়ে মাশরাফি বলেছেন, ‘মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।’