এখনও গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে আর্জেন্টিনার

সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড ২-০ গোলে জিতে ‘সি’ গ্রুপের নকআউট পর্বের লড়াই জমিয়ে দিয়েছে। শনিবার পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে সৌদি আরব। ম্যাচে ৬৩ শতাংশ পজিশন নিয়ে খেলেছে। গোলে আটটি শট নিয়েছে। একটি পেনাল্টিও পেয়েছিল আরব দেশটি। অন্যদিকে তিন শট নিয়ে দুই গোল করেছে পোলিশরা।

এই জয়ে পোল্যান্ডের নকআউট পর্বে যাওয়ার আশা ভালো মতোই টিকে থাকলো। শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলে কোন কথাই নেই, ড্র করলেও এগিয়ে থাকবে তারা। হারলেও পোলিশদের সুযোগ থাকবে শেষ ষোলোয় যাওয়ার। সৌদি আরবকে শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় ধরে নামতে হবে। সমীকরণ মিলিয়ে ড্র করলেও চলবে।

মেক্সিকো আসর শুরু করেছে পোল্যান্ডের বিপক্ষে গোল শূন্য সমতা দিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে শনিবার ও সৌদি আরবের বিপক্ষে ৩০ নভেম্বর মাঠে নামবে তারা। অন্তত এক ম্যাচে জিতলে তারাও সমীকরণের মারপ্যাচে যেতে পারবে নকআউটে।

সৌদি আরবের হারে নকআউট তো বটেই গ্রুপ সেরা হওয়ারও সুযোগ আছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে ফেবারিট হিসেবে পা রেখেছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। সৌদির বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছে। তবু মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ওই দুই ম্যাচে জিতলেই গ্রুপ সেরা হওয়ার ভালো সুযোগ থাকবে আলবিসেলেস্তেদের।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে সৌদি আরব ও মেক্সিকো। ততক্ষণে আর্জেন্টিনার সুযোগ থাকবে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করার। এরপর শেষ ম্যাচে মেক্সিকোর কাছে সৌদি হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আকাশি-সাদারা। সৌদি জিতলেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে মেসিদের। আর্জেন্টিনা দুই ম্যাচের একটিতে ড্র করলেও শেষ ষোলোর সুযোগ থাকবে। সেক্ষেত্রেও গোল ব্যবধান, মুখোমুখি লড়াইয়ের ‘কঠিন সমীকরণ’ সামনে চলে আসবে।