প্রাথমিকে শুন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে শুন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেবার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাকরি প্রত্যাশীদের ব্যানারে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর প্রার্থীরা অংশ নেন। এসময় তারা বলেন, সরকারের ঘোষণা রয়েছে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, কেউ থাকবে না বেকার’। এ ঘোষণার বাস্তবায়ন হতে হবে। কেননা করোনা মহামারির কারণে চাকরি প্রত্যাশীদের বয়স দুই বছর কমেছে। ফলে আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় শুন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিতে হবে। যাতে যোগ্যরা কর্মজীবনে প্রবেশ করতে পারে। অন্যথায় তাদের বেকারত্বের অভিশাপ বহন করতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা মানববন্ধন থেকে।