বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক নম্বর অর্থনৈতিক দেশ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার এক নম্বর অর্থনৈতিক দেশ। ভারতের থেকে আমাদের মাথাপিছু আয়, শিক্ষার হার ও গড় আয়ু বেশি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৪ বছরে কয়েক ধাপের পরিকল্পনায় এ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। বুধবার দুপুর ১টায় যশোর শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এনবিএফআই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিএফআই এর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ডা. নাসির উদ্দিন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত মেলায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদানের বিষয়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলেন এবং সুবিধাদী তুলে ধরেন।