বাংলাদেশের বিশ্বকাপ এখনও টিকে আছে

ফিফা বিশ্বকাপে অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশ সুযোগ পেতেও পারে। তবে বাংলাদেশ বিশ্বকাপে সুযোগ না পেলেও বিশ্বকাপ নিয়ে আগ্রহের কমতি নেই এদেশে। ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল-আর্জেন্টিনা।

বিশ্বকাপ এলেই দুই ভাগে ভাগ হয়ে যান এদেশের ফুটবলপ্রিয় মানুষ। বিশ্বকাপের আগ থেকেই প্রতিটি বাড়ির ছাদ, ব্যালকনি এবং বাড়ির আঙ্গিনায় প্রিয় দলের পতাকা সাঁটানোর পাশাপাশি নিজেকে ব্রাজিল-আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে জাহির করতে কতো কিছুই না করেন বাংলাদেশিরা।

শুক্রবার কাতারের এডুকেশন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল টাইব্রেকারে হেরে যাওয়ায় বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা হতাশ। তাদের বিশ্বকাপ বলতে গেলে শেষ হয়ে গেছে। তবে লিওনেল মেসির আর্জেন্টিনা এখনও টিকে থাকায় বাংলাদেশের বিশ্বকাপ এখনও টিকে আছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ পুরোপুরি শেষ হয়ে যাবে। তবে আর্জেন্টাইন সাপোর্টারদের বিশ্বাস হতাশ করবেন না মেসি। বিশ্বের এই সময়ের অন্যতম সেরা এই ফুটবলার নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সবকিছু উজার করে দিয়ে খেলবেন।