বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে ৪ পরিবর্তন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। দীর্ঘ ৭ বছর পর সফরে এসে টাইগারদের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। আর মাত্র দুদিন পর মাঠে গড়াবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টেও দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, এটা এখনও নিশ্চিত না। তার বদলে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। আর রোহিতের জায়গায় দলে নেয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। এছাড়া, কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। গোড়ালির চোটের জন্য রবীন্দ্র জাদেজাও বাইরে।

প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার এবং জয়দেব উনাদকাট।