শনিবার (১৭ ডিসেম্বর) খুলনা মহানগরীর কেভি মুন্সিপাড়া ও নতুন বাজার ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
এলাকাগুলো হচ্ছে- আপার যশোর রোড, লোয়ার যশোর রোড, ডাকবাংলো মোড়, স্যার ইকবাল রোড, মির্জাপুর, সদর হাসপাতাল রোড, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, বাংলাদেশ ব্যাংক, দেবেন বাবু রোড, বড়দা দত্ত লেন ও আশপাশের আবাসিক এলাকায়।
ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।