চৌগাছায় প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের ত্রি-বার্ষিক কাউন্সিল ও বিদায় সংবর্ধনা

সহকারি শিক্ষক ঐক্য গড়, ন্যায্য দাবি আদায় কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এর পক্ষ থেকে চতুর্থ ত্রি-বার্ষিক কাউন্সিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলার শিক্ষা ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ চৌগাছা উপজেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার এবি সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌগাছা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি মেহেদী আল মাসুদ ও সাধারন সম্পাদক অভিজিৎ কুমার রায়।

সহকারি শিক্ষক রাবেয়া লিপি ও নিগার সুলতানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এইচ.বি.এম আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর, সহ-সভাপতি ইব্রাহিম সিকদার, আব্দুল অদুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম খান, যশোর জেলা কমিটির সভাপতি সুদেব কুমার দেবনাথ ও সাধারন সম্পাদক সাইফুর রহমান।

 

অনুষ্ঠান শেষে মেহেদী আল মাসুদ কে সভাপতি ও অভিজিৎ কুমার কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে বিজয়ের মাসের ৫১ বছর পূর্তি উপলক্ষে ৩জন বীর মুক্তিযোদ্ধাসহ ৫১ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এলজিইডি কর্মকর্তা রিয়াসাত ইশতিয়াক, ইউআএরসি ইন্সট্রেক্টর রোকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ।