মেসির স্বর্ণখচিত আইফোনের দাম কত?

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনুঘটকের ভূমিকা পালন করেছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন তিনি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ।

মেসি সাধারণত বিলাসবহুল লাইফস্টাইলেই দিন কাটাতে ভালোবাসেন। পাশাপাশি তার কাছে একাধিক বিলাসবহুল গাড়ি, আভিজাত্যপূর্ণ প্রাসাদ হোটেল এবং ব্যক্তিগত বিমানও রয়েছে।

মেসির মোট সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার। সূত্রের খবর অনুযায়ী, মেসি প্রতিদিন প্রায় ১,০৫,০০০ ডলার উপার্জন করেন। আর্জেন্টিনায় এমন একটি জায়গায় মেসি তার বাড়ি বানিয়েছেন, যার ওপর দিকে কোনো বিমান চলাচল করতে পারে না।

এছাড়া মেসির সংগ্রহে রয়েছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স।

মেসির আইফোনের পেছনে তার নামসহ জার্সি নম্বর ‘১০’ এবং স্ত্রীসহ সন্তানদের নাম খোদাই করা রয়েছে। শুধু তা-ই নয়, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং এফসি বার্সেলোনা দলের লোগোও রয়েছে আইফোনটিতে।

মেসির জন্য সোনায় মোড়ানো আইফোনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড। ২০১৯ সালে তৈরির সময় আইফোনটির দাম ছিল ২১ হাজার মার্কিন ডলার।