আজকে আমাদের স্বপ্নপূরণ হয়েছে: মেট্রোরেলের প্রথম চালক আফিজা

রাজধানীবাসীর বহুল আকাঙ্ক্ষার বাহন মেট্রোরেল আজ (বুধবার) উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এ উড়াল ট্রেনের উদ্বোধন করে এতে প্রথম যাত্রী হিসেবে চড়েছেন। সরকারপ্রধানকে নিয়ে উত্তরা থেকে আগারগাঁও যেতে পেরে মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা বেশ আনন্দিত

উত্তরার দিয়াবাড়ীতে উত্তর নর্থ স্টেশন থেকে রওনা দিয়ে দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি আগারগাঁও স্টেশনে পৌঁছে।

আগারগাঁও স্টেশনে পৌঁছে আফিজা গণমাধ্যমকে বলেন, আজকে আমাদের স্বপ্নপূরণ হয়েছে। সবার মতো আমিও আনন্দিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যাত্রা করেছেন। এটি গর্বের বিষয়। ঢাকায় যানজটে কী পরিমাণ ভোগান্তি হয় এটি আমাদের সবার জানা। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব।

মরিয়ম আফিজা আরও বলেন, মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি, পরিবেশবান্ধব ও নিরাপদ।