যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের ফি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

just logo

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) চতুর্থ সমাবর্তনের ফি নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থনৈতিক সংকট এবং দেশের অর্থনৈতিক মন্দার কথা তুলে ধরে সমাবর্তন ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানান, সদ্য স্নাতক শেষ করা একজন শিক্ষার্থীর জন্য চার হাজার টাকা ফি দিয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করা অনেক কষ্টসাধ্য। কেননা টিউশনির অর্থ দিয়ে একজন শিক্ষার্থী নিজের খরচ চালায়। কাজেই ফি আরও কমানো দরকার।

গত ১৭ ডিসেম্বর, যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪র্থ সমাবর্তনে অংশগ্রহণকারীদের জনপ্রতি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ হয়। রেজিষ্ট্রেশন ফি নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা করেন। এর একদিন পর এক হাজার টাকা কমিয়ে চার হাজার টাকা করা হয়। উল্লেখ্য ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।