মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর জামায়াত নেতাকর্মীরা গণমিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ শুরু হয়।

জামায়াতের মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। এরপর তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশের সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।

নিউমার্কেট ডিভিশন পুলিশের এডিসি শাহীন শাহ মাহমুদ বলেছেন, জুমার নামাজ শেষে জামাত-শিবিরের ব্যানারে হঠাৎ মালিবাগ টাওয়ারের সামনে পুলিশের ওপর হামলা চালায় এক দল মানুষ।

তিনি আরও জানান, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।