বেনাপোলে মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ীর সদস্যরা বেনাপোল রেল ষ্টেশন প্লাটফর্মের ওভার ব্রীজের নীচ থেকে ভারতীয় ৮ বোতল মদসহ ভারতীয় নাগরিক অমিতাভ সরকার (৪৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বাংলা ভারতের গবর ডাঙ্গা থানার গৈপুর নতুন পাড়ার সাগর চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার ১১ জানুয়ারী দুপুরে তাকে যশোর আমলী আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা রেলওয়ে থানার অর্ন্তগত বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ীর এএসআই নজিবুল হক আকন্দ বাদি হয়ে মঙ্গলবার ১০ জানুয়ারী রাত ১০ টার পর খুলনা রেলওয়ে থানায় ভারতীয় নাগরিক অমিতাভ সরকারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেন। মামলায় তিনি উল্লেখ করেন,গত ১০ জানুয়ারী মঙ্গলবার বেনাপোল রেলওয়ে ষ্টেশনে বিশেষ অভিযান চালিয়ে সংবাদ পান ওভার ব্রীজের নীচে একজন লোককে স্কুর ব্যাগসহ দাঁড়ানো দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগসহ দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে তার ব্যাগের মধ্যে থেকে ৫ বোতল ভ্যাট ৬৯ ব্লিন্ডেড স্কট হুইককি স্কল ল্যান্ড ও ৫ বোতলের গায়ে ৩ বোতল রয়েল স্টেজ বিল্ডেড হুইসকি স্কট ম্যালট্স ইন্ডিয়াঅন গ্রেইন স্পিরিট উদ্ধার করে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ভারতীয় নাগরিক অমিতাভ সরকারকে আদালতে সোপর্দ করে।