যশোরে জাল দলিলের অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর সদরের ক্ষিতিবদিয়া গ্রামের বিধবার জমির জাল দলিল করে দখল নেয়ার চেষ্টার অভিযোগে পিতা ও ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার মৃত ইউসুফ আলী মন্ডলের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো ক্ষিতিবদিয়া গ্রামের আবুল কাশেম ও তার ছেলে তরিকুল ইসলাম মিলন।

মামলার অভিযোগে জানা গেছে, ছলেহা বেগমের ক্রয়কৃত জমিতে ঘর নির্মণ করে ধীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বেশ কিছুদিন ধরে আসামি আবুল কাশেম গ্রামের প্রচার করেন তার জমির মালিক সে। কাশেমকে জমির ব্যাপারে জিজ্ঞাসা করলে তার বসত বাড়ি নিজের বলে দাবি করে।

গত ২ ডিসেম্বর স্থানীয় গন্যমান্য লোকজন যেয়ে আব্দুল কাশেমের কাছে জমির মালিক কি করে জানতে চাইলে তিনি দলিলের একটি ফটোকপি দেখান। ওই দলিল সম্পর্কে রোজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে কোন অস্তিত্ব পাওয়া যায়নি। আবুল কাশেম ও তার ছেলে জালজালিয়াতির মাধ্যমে দলিল তৈরী করে এ জমি দখলের ষড়যন্ত্র করায় তিনি আদালতে এ মামলা করেছেন।