কিমের দেশে এবার আজব লকডাউন

kim

শ্বাসযন্ত্রের এক ধরনের অসুস্থতাজনিক কারণে এবার পাঁচদিনের এক আজব লকডাউন ঘোষণা করল উত্তর কোরিয়া। কিছুক্ষণ পরপরই শরীরে তাপমাত্রা মাপতে হবে। প্রতিবারই আবার সেই রিপোর্ট জমা দিতে হবে। রাজধানী পিয়ংইয়ংবাসীর জন্য মঙ্গলবার সেই নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগেও কয়েকবার লকডাউন দিয়েছে উত্তর কোরিয়া। ২০২২ সালের ১২ মে ছিল প্রথম লকডাউন। খবর এএফপি, এনকে নিউজ।

শ্বাসযন্ত্রের এ অসুস্থতা কোভিড-১৯ কি-না, তা স্পষ্ট নয়। রাজধানীতে ছড়িয়ে পড়া অসুস্থতার মধ্যে রয়েছে সাধারণ সর্দি। বিশেষজ্ঞরাও মনে করছেন, উত্তর কোরিয়ার রাজধানী পুনরায় কোভিডের মুখোমুখি হতে যাচ্ছে।

এশিয়ান ইনস্টিটিউট ফর পরিসি স্টাডিসের গবেষক গো মায়ং হিউন বলেন, শুধু উত্তর কোরিয়ায়ই নয়, পৃথিবীজুড়েই কোভিড পুনরায় ফিরে আসবে কি-না, তা নির্ভর করবে তাপমাত্রার ওপর। কঠিন পরিস্থিতি সামাল দিতে দেশটিতে খাদ্যও মজুত করা হচ্ছে বলে জানায় এই সংবাদমাধ্যম। দেশের অন্যান্য অঞ্চল এ লকডাউনের আওতায় আসবে কি-না, তা এখনো জানা যায়নি। কিম জং উন গত বছরই উত্তর কোরিয়ায় কোভিড সংক্রমণের কথা প্রথম স্বীকার করলেও আগস্টের মধ্যেই নিজ দেশকে পুরোপুরি কোভিডমুক্ত বলে ঘোষণা দেয়। তবে সেসময় কোভিড সংক্রমিত লোকের নির্দিষ্ট সংখ্যা স্পষ্ট না করলেও জ্বরে আক্রান্ত লোকের সংখ্যা উল্লেখ করেছিল দেশটি।

উত্তর কোরিয়ার ২৫ মিলিয়ন লোকের মধ্যে জ্বরে আক্রান্ত লোকের সংখ্যা ছিল ৪.৭৭ মিলিয়ন। তবে গত বছরের ২৯ জুলাইয়ের পর থেকে কোভিড সংক্রান্ত আর কোনো তথ্য প্রকাশ করেনি কিম প্রশাসন। মহামারির বিষয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখলেও লকডাউনের বিষয়ে সংবাদ প্রকাশে নির্দেশনা পায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। কর্মজীবী মানুষেরা স্বেচ্ছায় মহামারিবিরোধী নিয়ম যেন পালন করে সেই লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে কায়েসং শহরে সরকার প্রচারণা কার্যক্রম জোরদার করছে বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।