যশোরে পুলিশের আলাদা অভিযান গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৭

যশোর কোতয়ালি থানা,তালবাড়িয়া, নরেন্দ্রপুর ও ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা ও ২০ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য কাছে রাখার অভিযোগে ৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মৃত সুরমান শেখের ছেলে শহিদুল ইসলাম, সদর উপজেলার তরফ নোয়াপাড়া (হঠাৎপাড়া) গ্রামের নারায়ণ চন্দ্র সাহা ওরফে নাড়– গোপালের ছেলে বাপ্পী সাহা, সুজলপুর ১নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে সাবিক রহমান, সদর উপজেলার তেজরোল গামের মৃত মোজাম্মেল হকের ছেলে খায়রুল আলম ওরফে চান্দু, সদর উপজেলার শেখহাটি (উপশহর জামরুল তলা) গ্রামের মৃত লালু গাজীর ছেলে মিন্টু গাজী, সদর উপজেলার শাখারীগাতী (পূর্বপাড়া) গ্রামের তহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম ও একই গ্রামের আব্দুস সবুরের ছেলে নাহিদ হাসান। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে পাঁচটি মামলা হয়েছে।

নরেন্দ্রপুর ক্যাম্প পুলিশ রোববার ২৯ জানুয়ারি রাত পৌনে ১০ টায় গোপনে খবর পেয়ে ওই ক্যাম্পের একজন এসআইসহ একদল পুলিশ সদর উপজেলার শাখারীগাতী পুর্ব পাড়ার তিন রাস্তার মোড়ের ইসরাফিল দোকানের সামনে অভিযান চালিয়ে আব্দুর রহিম ও নাহিদ হাসানকে ২৫০ গ্রাম গাঁজা, ফুলবাড়ি পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, রোববার ২৯ জানুয়ারী রাত সোয়া ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে ওই ক্যাম্পের একজন এএসআইসহ একদল পুলিশ সদর উপজেলার তেজরোল গ্রামের জাবের এর চায়ের দোকানের সামনে কোদালিয়া থেকে তেজরোল যাওয়ার কাঁচা রাস্তার উপর থেকে খাইরুল আলম চান্দু ও মিন্টু গাজীকে ১৫০ গ্রাম গাঁজা, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ রোববার ২৯ জানুয়ারী রাত ৯ টার পর গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা রেলক্রসিংয়ের পাশে রমজান আলীর ভাংড়ির দোকানের সামনে ছুটিপুর ধর্মতলা গামী পাকা রাস্তার উপর থেকে সাকিব রহমানকে ২০পিস ইয়াবাসহ, তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ২৯ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় তরফ নওয়াপাড়া হঠাৎপাড়া গ্রামস্থ বিপ্লব সরকারের বাড়ির সামনে থেকে বাপ্পী সাহাকে ৩শ’ গ্রাম গাঁজা ও কোতয়ালি থানার এক এএসআইসহ একদল পুলিশ রোববার ২০ জানুয়ারী রাত সোয়া ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের আমজাদ প্লাজার সামনে পাকা রাস্তার উপর থেকে শহিদুল ইসলামকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার ৩০ জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়।