যশোরে পুলিশ মাদকদ্রব্য বিভাগের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-৩

jessore atok map

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টায় ১৬০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির করার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় মধ্যপাড়া বর্তমানে শহরের পুরাতন কসবা বিমানবন্দর সড়ক এলাকার মৃত নুর ইসলামের ছেলে বাবলু হাসান,সদর উপজেলার শেখহাটি বাবলাতলা আদর্শ পাড়া মোড়ের একরামুল হক মন্টুর ছেলে এনামুল হক রিপন ও মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া (পশ্চিমপাড়া) গ্রামের রাশেদ আলীর ছেলে জান্নাতুল নাঈম শুভ। গ্রেফতারকৃতদের রোববার ৫ ফেব্রুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নরেন্দ্রপুর পুুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পের একজন এসআইসহ একদল পুলিশ শনিবার ৪ ফেব্রুয়ারী রাতে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার রুপদিয়া বাজারস্থ মোল্যা হোটেলের সামনে অবস্থান নিয়ে এক যুবক গাঁজা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিতিতে সেখানে রাত সাড়ে ৯ টার পর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা গাঁজা নিয়ে অবস্থানকারী যুবক জান্নাতুল নাঈম শুভ পালানোর চেষ্টার এক পর্যায় আটক হয়।

পরে তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা শনিবার ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপাড়া ৪নং ওয়ার্ড হিরু বেগমের দোকানের উত্তর পাশের্^ অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ এনামুল হক রিপন নামে এক যুবককে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ে ক সার্কেলের সদস্যরা একই দিবাগত রাত সাড়ে ৮ টায় পুরাতন কসবা বিমানবন্দর সড়কস্থ সাজ্জাদুল ইসলাম সৈনিক এর বাড়ির ভাড়াটিয়া বাবলু হাসানের ঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ বাবলু হাসানকে গ্রেফতার করে।