যশোরে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চোর গ্রেফতারের ঘটনায় মামলা

চোরাই মালামাল কেনাবেচার জন্য অবস্থানকালে পল্লী বিদ্যুতের থ্রি ফেজ ট্রান্সমিটারের ড্রামছাড়া ভাঙ্গা তিনটিসহ সোহরাব নামে এক চোর গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আটক চোর সোহরাব সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া তেতুলতলা মোড়স্থ জনৈক মোছাঃ হাসিনা বানুর বাড়ির ভাড়াটিয়া দাউদ আলী গাজীর ছেলে । সোমবার ৬ ফেব্রুয়ারী কোতয়ালি মডেল থানার এএসআই কামাল হোসেন বাদি হয়ে মামলা করেন।

মামলায় বাদি উল্লেখ করেন, সোমবার ডিউটি করার সময় শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারেন শহরের চাঁচড়া রায়পাড়া তেতুলতলা মোড়স্থ জনৈক হাসিনা বানুর বসত বাড়ির উঠানে একজন লোক চোরাই মালামাল বেচাকেনা করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল নিয়ে অবস্থানকারী সোহরাব পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে তাকে একটি পুরাতন ভ্যান ও তার উপর পল্লী বিদ্যুতের থ্রি ফেজ ট্রান্সমিটারের ড্রাম ছাড়া ভাঙ্গা ৩টি ওসিআর দেখতে পেয়ে সন্দেহ হয়। উক্ত মালামালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় পল্লী বিদ্যুতের থ্রি ফেজ ট্রান্সমিটারের ড্রাম চোরাই মাল এবং সে উক্ত মালামাল বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজনের সামনে চোরাই মালামালসহ সোহরাবকে গ্রেফতার করে। চোরাই মালামাল জব্দ করে। পরে কোতয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করেন। গ্রেফতারকৃত সোহরাবকে আদালতে সোপর্দ করে।