বিদ্যুৎ গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন মিছিল

বিদ্যুৎ গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ যশোর জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে অবস্থান নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। বর্তমান সরকার গরীব দুঃখীদের দেখে না। দেশের উন্নয়ন হয়নি; সরকার দলের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে। ব্যক্তি মালিকানায় সম্পদের পাহাড় গড়ে উঠেছে। মানববন্ধন থেকে অবিলম্বে দ্রব্যমূল্য লাগাম ট্রেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। জোরপূর্বক মিছিলটি বের করতে গেলে পুলিশের সাথে নেতাকর্মীদের উপ্তত্ত বাকবিতন্ডা হয়।পরে পুলিশের বেষ্টনীর মধ্যে বিক্ষোভ মিছিল শেষ করতে হয়।

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে গণপরিষদ যশোরের আহবায়ক শেখ ফরহাদ হোসেন মুন্না, সদস্য আশিক ইকবাল, যুব অধিকার পরিষদের যশোরের সভাপতি মাছুম বিল্লাহ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ জামান, শ্রম অধিকার পরিষদ যশোরের আহ্বায়ক নুরনবী হোসেন, প্রচার সমান্বয়ক জে এম রাজু প্রমুখ।