বুধবার বিকেলে যশোর শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যশোর জেলা বিএনপি’র উদ্যোগে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এর সভাপতিত্বে যশোর জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পালনকালে খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও মামলা হওয়ার প্রতিবাদে’ এক বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মারুফুল ইসলাম,মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,কাজী আজম , নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লক চাঁদ, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
কর্মসূচিতে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দেন। সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশে বাকশাল কায়েম করেছেন এবং দেশের অর্থ বাইরের দেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে বলে বক্তারা উল্লেখ করেন। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন। #