যশোর পৌরহর্কাস মার্কেটে চা পান কালে কথাকাটাকাটির জের ধরে আলামিন হোসেন (১৭) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় ১৭ দিন পর মামলা হয়েছে। এঘটনায় ছুরিকাঘাতে আহত আলামিনের মা সদরের খোলাডাঙ্গা গ্রামের শাহীনুর বেগম (৫৫) ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৭/৮ জনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলো যশোর মহিলা কলেজের সামনের গলিতে লিখন (২০) লিটনের ছেলে লিওন (১৯) শহরের গরীবশাহ মাজারের পাশে মিল্টনের ছেলে মিরাজ (২১) ও গ্রাম পিতা অজ্ঞাত তন্ময় (২১)।
মামলায় শাহিনুর বেগম বলেন, আসামিদের স্বভাব চরিত্র ভালো না। সন্ত্রাসী প্রকৃতির লোক। ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌরহার্কাস মার্কেটে ইসমাইলের চায়ের দোকানে আলামনি ও তার বন্ধুরা বসে চা পান করছিলো। ওই সময় আসামি লিওন ও জনৈক খায়রুল তাদের মধ্যে কথাকাটাকাটি হাতাহাতির এক পর্যায়ে লিওন আসামি লিখন ও মিরাজকে ডেকে আনে।
আসামিরা আমার ছেলে আলামিনকে একা পেয়ে খুন করার উদ্দেশ্যে তার নিতম্ভের উপরে নীচে ও বামপাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে জখম করে। হামলার সময় আলামিন বাম হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুর আঘাতে আঙ্গুল কেটে যায়।
আলামিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামরিা ঘটনা স্থল ত্যাগ করে। আলামিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।