যশোরে চোরকে গণধোলাই

সদর উপজেলার তরফ নওয়াপাড়া কালীতলা মন্দির সংলগ্ন দক্ষিণ পাশে একটি মুদি দোকানে চুরির চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় নরহরি মজুমদার নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে একই এলাকার জহর লাল মজুমদারের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন ওই এলাকার গণপতি সরকারের ছেলে বিষু সরকার। বুধবার ২২ ফেব্রুয়ারী চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বাদি উল্লেখ করেন,কালীতলা মন্দির সংলগ্ন দক্ষিণ পাশে বাদির মাতা ওশা রানী সরকারের একটি কাঠের মুদি দোকান আছে। প্রতিদিনের ন্যায় ওশা রানী গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ওই দিবাগত অর্থাৎ ২২ ফেব্রুয়ারী সোয়া ২ টায় চোর নরহরি মজুমদার কাঠের মুদি দোকানের সামনের কাঠের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোকানের মালামাল চুরি করার সময় স্থানীয় দোকাদের পাশ^বর্তী প্রতিবেশী উজ্জল দেবনাথ শব্দ পেয়ে দেকানের সামনে আসা মাত্রই দেখে যে, চোর নরহরি মজুমদার টের পেয়ে তাকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা কালে ডাক-চিৎকারে বাদিসহ আশ-পাশের্^র লোকজন চারিদিক হতে এগিয়ে এসে চোর নরহরি মজুমদারকে গ্রেফতার করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে চোরকে হেফাজতে গ্রহন করে। বুধবার ২২ ফেব্রুয়ারী সকালে কোতয়ালি থানায় মামলা হয়েছে।