পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর (ইসহাক সড়ক) বর্তমানে সদরের চাঁচড়া মধ্যপাড়া জনৈক সাব্বির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত শহিদুল ইসলামের ছেলে সেলিম রেজা,সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আশরাফুল ইসলাম ও শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত বাবর আলী লস্করের ছেলে ইমরান লস্কর। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ সোমবার ২০ ফেব্রুয়ারী দুপুরে শহরের ঘোপ সেন্টালরোডস্থ ঘোপ বাইলেন হোসেন ম্যানসন এর সামনে থেকে ইমরান লস্করকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানার আরেক এসআইসহ একদল পুলিশ একই দিন সকালে সদর উপজেলার কৃষ্ণবাটি উত্তরপাড়ার জনৈক ভুগলা হাজীর খালি জায়গার উপর থেকে আশরাফুল ইসলামকে ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া, থানার অপর এক এসআইসহ একদল পুলিশ বুধবার ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া গ্রামস্থ জনৈক সাব্বির হোসেনের বাড়ির পূর্ব পাশের্^ ইটের সলিং রাস্তার উপর থেকে সেলিম রেজাকে ৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।#