শার্শায় সাত হাজার পিছ ইয়াবা উদ্ধার

শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে ৭৪০০ পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৯ টার সময় সাতক্ষীরা থেকে যশোর গামি খুলনা মেট্রো জ-১১-০১২৪ নং বাবলু পরিবহন নামে বাসটি তল্লাশি করে ইয়াবার এ চালানটি উদ্ধার করে। এসময় সুকৌশলে ইয়াবা বহনকারী পালিয়ে যায়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাসান জামিল বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বাবলু পরিহন এর একটি বাস নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় তল্লাশি করে ইয়াবার এ চালানটি উদ্ধার করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করা হয়নি। উদ্ধারকৃত ইয়াবা যশোর ব্যাটালিয়নে নিয়ে ধ্বংস করা হবে ।