ন্যাটোর সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড

অবশেষে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিল তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি পার্লামেন্টে ভোটাভুটির পর এই অনুমোদন আসে। এর মধ্য দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হতে ফিনল্যান্ডের আর কোনো বাধা রইল না।

জুলাইয়ে লিথুয়ানিয়ায় হতে যাওয়া সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে অন্তর্ভুক্ত হবে ফিনল্যান্ড।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করলে, নিরাপত্তার স্বার্থে ন্যাটোর সদস্য হতে আবেদন করে ফিনল্যান্ড এবং সুইডেন। ন্যাটোভুক্ত ২৮ সদস্য সমর্থন দিলেও আপত্তি ছিল তুরস্ক ও হাঙ্গেরির।

চলতি সপ্তাহেই হাঙ্গেরি সেই অবস্থান পরিবর্তন করে। ফিনল্যান্ডকে অনুমতি দিলেও, সুইডেনের ইস্যুতে আগের অনড় অবস্থানই ধরে রেখেছে তুরস্ক।

সম্প্রতি এক সুইডিশ নাগরিকের কুরআন পোড়ানোর ঘটনায় সুইস সরকারের মৌন সমর্থনে চটেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়াঁ সাফ জানিয়েছেন, কুরআন পোড়ানোয় সমর্থন দিলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে বাধা সৃষ্টি করবে তুরস্ক।