চাকুরী দেওয়ার প্রলোভনে টাকা আত্মসাতের ঘটনায় যশোরে মামলা

প্রতিরক্ষা মন্ত্রনালয়ে অফিস সহকারী পদে চাকু দেওয়ার প্রলোভন দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে ৬১ হাজার টাকা হাতিয়ে নেওয়া প্রতারক মিরাজ গাজী নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ৩০ মার্চ রাতে মামলাটি করেন, খুলনা জেলার খালিশপুর থানার খালিশপুর (নতুন কলোনীর মৃত খাদেমুল ইসলামের ছেলে মইনুল ইসলাম। আসামী মিরাজ গাজী বাগেরহাট জেলার মোল্লার থানার কুলিয়া (বড় ঘাট) গ্রামের বনি গাজীর ছেলে।

মামলায় বাদি উল্লেখ করেন, প্রতারক মিরাজ গাজীর ব্যক্তিগত বিকাশ নাম্বারে কথা বার্তার মাধ্যমে বাদি জানেন তার শ্যালক খুলনা জেলার কেএমপি’র আড়ংঘাটা থানার আড়ংঘাটা এলাকার আব্দুল কাদের এর ছেলে মোস্তাফিজুর রহমানকে প্রতিরক্ষা মন্ত্রনালয়ে অফিস সহকারী পদে ৬১ হাজার টাকা দিলে চাকুরী হবে এটা নিশ্চিত হন। ২৬ মার্চ তারিখের মধ্যে চাকুরী দেওয়ার ওয়াদা করে মিরাজ গাজী।

মিরাজ গাজীর প্রস্তাবে রাজী হয়ে গত ২৪ মার্চ সকাল ১১ টায় বাদি যশোর শহরের পালবাড়ী মোড়ে এজেন্টের মোবাইল থেকে মিরাজ গাজী ব্যক্তিগত বিকাশ নাম্বারে ৩০ হাজার ৫শ’ ৫৫ টাকা ও নগদ নাম্বারে ৩০ হাজার ৪শ’ ৫০ টাকাসহ মোট ৬১ হাজার টাকা সেন্ট করেন। ২৬ মার্চ অতিক্রম হলে বাদির শ্যালককে চাকুরী দিতে পারেনি। ফলে মিরাজ গাজীর কাছে বাদির দেওয়ার টাকা ফেরত দেওয়ার জন্য বাদি বললে প্রতারক মিরাজ গাজী নানা তালবাহনা করতে থাকে। মিরাজ গাজী এভাবে আরো অনেকের নিকট হতে টাকা প্রতারণা পূর্বক আত্মসাত করেছে। ঘটনার বিষয় স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রতারক মিরাজ গাজীকে গ্রেফতার করতে পারেনি।#