আজও দিল্লির একাদশে উপেক্ষিত মুস্তাফিজ

আরও একবার মুস্তফিজুর রহমানকে ছাড়াই খেলতে নামল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তাদের মধ্যে নেই কাটার মাস্টার।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ শেষ করে তড়িঘড়ি করেই দিল্লি ক্যাপিটালসে যোগ দেন মুস্তাফিজ। তখন ধারণা করা হয়েছিল, নিজেদের প্রথম ম্যাচের একাদশেই জায়গা পাবেন টাইগার পেসার। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের পর তার জায়গা হয়নি গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশে। অথচ দিল্লির ফেসবুক পেজে মুস্তাফিজকে পাওয়া যাচ্ছে নিয়মিতই। আদতে দিল্লির বেঞ্চ গরম করতে হচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে।

শনিবার গুয়াহাটিতে রাজস্থানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নেয় দিল্লি। মিচেল মার্শ, সরফরাজ খান ও আমান খানকে বাদ দিয়ে একাদশে তারা নেয় মনিষ পান্ডে, ললিত যাদব ও রভম্যান পাওয়েলকে। দিল্লি এবারের আসর শুরু করেছে জোড়া আর দিয়ে। প্রথমে অ্যাওয়ে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারে দলটি। পরে নিজেদের মাঠে ডেভিড ওয়ার্নাররা মাথা নত করেন গুজরাট টাইটানসের কাছে।