আয়ারল্যান্ড সিরিজের দলে ডাক পেলেন মৃত্যুঞ্জয়

আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের দলে ডাক পেয়েছেন তরুণ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক মেইল বার্তায় রোববার এই দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাচ তিনটি যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে এক্সেস কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

ইনজুরি থাকায় ইংল্যান্ড সফরের আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার জায়গায় নেওয়া হয়েছে মৃত্যুঞ্জয়কে। এছাড়া আইপিএলে থাকা দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস আছেন ওয়ানডে সিরিজের দলে।

ম্যাচ তিনটি ওয়ানডে সুপার লিগের অংশ। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি জায়গা নিশ্চিত করলেও ঝুলে আছে আয়ারল্যান্ড। আবার আয়ারল্যান্ডের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে খেলার ভাগ্য। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিতে আয়ারল্যান্ড বোর্ড সিরিজটি ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।