আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি বলেছেন, জনগণের প্রতি বিএনপির কোনো আস্থা নেই। জনগণের সঙ্গে তাদের সম্পর্কও নেই। তাদের আস্থা বিদেশি প্রভুদের ওপর। তাই তারা বিদেশিদের কাছে ধরনা দেয়, বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ঝাঁপ করে। কিন্তু বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না।
রোববার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাহবুবউল-আলম হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলনের লক্ষ্য একটাই, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো। আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না- এটা বিএনপিও জানে। এজন্য এখন তারা বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। কিন্তু তারা সরকারের ক্ষতি করতে গিয়ে রাষ্ট্র ও জনগণের ক্ষতি করছে।
আন্দোলনের নামে অহেতুক মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক খেলা না খেলার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন করবে। বিএনপি যদি মনে করে, দেশের মানুষ সরকারকে নয়, তাদের পছন্দ করে- তাহলে ভোটে আসতে হবে। ভোটের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে কারা সরকারে আসবে। কাদের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণ উপকৃত হয়- সেই সিদ্ধান্তও জনগণই নেবে।
পল্টন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।