ওয়ারির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ১০টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, রাত দেড়টার দিকে আগুন লাগে বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এর ফলে সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।