ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার নিহত ট্রলার মালিক শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার ৪ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় আজ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাইট্টা কামাল ও ফিশিং ট্রলারের মাঝি করিম সিকদার। মামলার প্রধান আসামি বাইট্টা কামালকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল রহমান।

এদিকে উদ্ধার হওয়া ছয়টি মরদেহের পরিচয় স্বজনেরা শনাক্ত করেছে। সেই ছয়টি মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। বাকি চারটি মরদেহের পরিচয় শনাক্তে সিআইডি কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।