কাতার বিশ্বকাপে ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র। ওই ইনজুরি থেকে ফিরে কোয়ার্টার ফাইনালে গোলও করেছিলেন তিনি। এরপর ফেব্রুয়ারিতে পিএসজির জার্সিতে মাঠে নেমে আবার ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা।
চলতি মৌসুমে মাঠে নামা হবে না নেইমারের। বিষয়টি আগেই নিশ্চিত করেছে পিএসজি। এবার তার ইনজুরি থেকে ফেরার বিষয়ে সুখবর দিলো প্যারিসের ক্লাবটি। তিনি পিএসজিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ার পর কাতারের দোহায় নেইমারের অস্ত্রোপচার করানো হয়। এরপর তিনি ব্রাজিলে ছিলেন। সেখানে প্রেমিকা বিয়ানর্কাদির সঙ্গে সময় কাটিয়েছেন এই তারকা। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুখবরও দিয়েছেন ভক্তদের।
ব্রাজিলের ক্লাব সান্তোসেও যান এই নাম্বার টেন। সেখান থেকে প্যারিসে ফেরার পর তার পায়ের প্রোটেকশন বুট (সুরক্ষার জন্য বানানো বিশেষ জুতা) খোলা হয়েছে। সব কিছু ঠাকঠাক থাকায় মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবেন তিনি।
পিএসজি বিবৃতি দিয়ে বলেছে, ‘নেইমার জুনিয়র পিএসজির ট্রেনিং সেন্টারে ফিরেছেন। ক্লাবের মেডিকেল স্টাফ ও অস্ত্রোপচার করানো চিকিৎসকের সহায়তার তার পায়ের প্রোটেকশন বুট খোলা হয়েছে। প্রয়োজনীয় টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে এখন তিনি প্যারিসে তার মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করবেন।’