ভোলার ইলিশা-১ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ভোলার ইলিশা-১ কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। শুক্রবার সকালে গ্যাস উত্তোলন শুরু করা হয়। প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে ধারণা করছে বাপেক্স কর্তৃপক্ষ।

গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিয়া ইউনিয়নে মালের হাট এলাকায় ‘ইলিশা-১’ কূপ খনন কাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাসপ্রম। ৩ হাজার ৪৩৬ মিটার গভীরে গ্যাসের সন্ধান পেলে ২৪ এপ্রিল খনন কাজ শেষ হয়।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন জানান, নতুন এ কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কূপে ১৮০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। তবে গ্যাসের পরিমাণ ২০০ থেকে ২২০ বিসিএফ হতে পারে। আর ২টি পর্যায়ে পরীক্ষা শেষে প্রকৃত মজুদ নির্ধারণ করা যাবে।

কূপে ৩ স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বাপেক্সের এ কর্মকর্তা।

ইলিশা-১ কূপ খননের মধ্যদিয়ে জেলায় মোট ৯টি গ্যাস কূপ খনন করা হয়েছে। বোরহানউদ্দিসের শাহবাজপুরে ৬টি, ভোলা নর্থে ২টি ও সর্বশেষ ইলিশা ফিল্ডে একটি কূপ খনন করা হয়।