শান্তিপদ গাঙ্গুলীর মৃত্যুতে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র লিটন এর শোক

বেনাপোল পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি আওয়ামী নেতা শান্তিপদ গাঙ্গুলী ইহলোক এর মায়া মততা ত্যাগ করে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।

বুধবার রাত আনুমানিক ৩ টার সময় তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাবেক মেয়র লিটন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আতœার শান্তি কামনা করেন্।

শন্তিপদ গাঙ্গুলী ছিলেন একজন দক্ষ সংগঠক এবং সৎ সমাজ সেবক। তার মৃত্যুতে বেনাপোল পৌর এলাকার সকল শ্রেনী পেশার মানুষের মাঝে শোক বিরাজ করছে। তিনি মৃত্যুকালে নিজ ছেলে মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য গত ২৯ এপ্রিল তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।