রাহুলের আইপিএল শেষ, টেস্টের ফাইনালেও অনিশ্চিত

ইনজুরি নিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টের ক্যাম্প ছেড়েছেন কেএল রাহুল। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা লক্ষ্মৌর অধিনায়ক রাহুল আইপিএলে বাকি আসরে খেলতে পারবেন না।

আগামী মাসের শুরুতে লন্ডনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ওই ম্যাচেও অনিশ্চিত তিনি। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) তার বিষয়টি পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত জানাবে।

টপ ও মিডল অর্ডারে খেলতে পারা ভারতীয় জাতীয় দলের ব্যাটার রাহুল হ্যামস্ট্রিং নয়তো হিপ (নিতম্বের মাংসপেশি) ইনজুরিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তার ইনজুরি বা ইনজুরির অবস্থা সম্পর্কে নিশ্চিত করা হয়নি।

লক্ষ্মৌ সুপার জায়ান্ট এরই মধ্যে স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে। তবে রাহুলের বিকল্প হিসেবে দলটি কাউকে নেবে কিনা তা এখনও ম্যানেজমেন্ট নিশ্চিত করেনি।

সংবাদ মাধ্যম ক্রিকবাজ মনে করছে, কেএল রাহুল জুনে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না। তবে এনসিএ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার আগে বিসিসিআই-এর নির্বাচকরা কোন সিদ্ধান্তে আসছেন না।

রাহুলের মতো ইনজুরিতে বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাটেরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত। তাদের খেলার জন্য ছাড়পত্র না পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেই কেবল বিকল্প খেলোয়াড় ডাকবে বিসিসিআই।