যশোরে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ানশুটারগান উদ্ধার করেছে র‌্যাব-৬

যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ৫ মে মধ্যরাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ানশুটারগান (অস্ত্র) উদ্ধার পূর্বক জব্দ করেছে। উদ্ধারকৃত দুইটি ওয়ানশুটারগান (অস্ত্র) সাধারণ জিডির ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।