যশোরের পল্লীতে দেশীয় তৈরী মদসহ বিক্রেতা গ্রেফতার

দেশীয় তৈরী বাংলা ৩০ লিটার মদ (তাঁড়ী)সহ জাফর মোল্যা ওরয়ে তাড়ী মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৬মে ভোর রাত সোয়া ৪ টায় সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়াস্থ জাফর মোল্যা ওরফে তাড়ী মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী বাংলা মদ (তাঁড়ী)সহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার সকালে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর মোল্যা ওরফে তাঁড়ী মোল্যাকে আদালতে সোপর্দ করেছে।

কোতয়ালি থানার এক এএসআইসহ একদল পুলিশ শনিবার ভোর রাত পৌনে ৪ টায় গোপন সূত্রে খবর পান সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের জাফর মোল্যার বাড়িতে দেশীয় তৈরী বাংলা মদ (তাঁড়ী) ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোর রাত সোয়া ৪ টার পর জাফর মোল্যার বাড়িতে অভিযান চালায়। জাফর মোল্যা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর এক পর্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে তার দেখানো মতে তার ঘরের মধ্যে ১৫টি প্লাস্টিকের বোতলে ২ লিটার করে ৩০ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হলে জাফর মোল্যাকে আদালতে সোপর্দ করা হয়েছে।