বোমাহামলা করে যুবলীগ নেতাকে হত্যা চেষ্টাকারিদের আটকের দাবিতে মানববন্ধন

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক কামাল হোসেন তুহিনকে বোমা হামলা চালিয়ে হত্যা চেষ্টাকারীদের দ্রুত আটক ও বিচারের দাবিতে মানবন্ধন করেছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রোববার প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলকার শত-শত নারী-পুরুষ অংশনেন।
এ সময় বক্তরা বলেন, চৌরাস্তা এলাকার সাহেদ উর রহমান রনির নির্দেশে সেদিন যুবলগী নেতা কামাল হোসেন তুহিনের উপর বোম হামলা চালিয়েছিল। সেদিন তুহিনসহ এক পথচারীসহ চারজন বোমার আঘাতে জখম হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, এজাহারনামীয় ৪ আসামি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে আছে। মুল পরিকল্পনাকারী রনি ও হামলায় নেতৃত্বদানকারী সবুজকে আটক করতে পারেনি পুলিশ। কারাগারে আটক ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতক ওই দুইজনকে খুজে পাওয়ায় যাবে।

বক্তরা আরও বলেন, হামলাকারীরা নিজেদের খুবই শক্তিশালী মনে করছে। তারা বোমা হামলায় আহতসহ অন্যদের বিরুদ্ধে আতালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছে। অবিলম্বে পলাতক রনি ও সবুজকে আটক করে বিচারে সোপর্দের দাবি জানিয়েছেন বক্তরা।
মানবন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল রহমান দিলু, বোমা হামলায় আহত কামাল হোসেন তুহিন, তার বোন মনিকা খাতুন, চম্পা বেগম, মীর আজাদ প্রমুখ।