র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার দক্ষিন সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১০ লিটার এ্যালকোহল জাতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে। এসময় শফিকুল ইসলাম রিপন নামে একজন পালিয়ে গেছে। এ ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর এর এস আই সেলিম রেজা সাংবাদিকদের জানান, সদর উপজেলার সীতারামপুর গ্রামের শফিকুল ইসলাম রিপনের বসত বাড়িতে এ্যালকোহল জাতীয় মাদক দ্রব্য সংরক্ষন করে রেখেছে। এ খবরের ভিত্তিতে সেখানে পৌছে পলাতক রিপনের বাড়ি তল্লাশীকালে রান্না ঘরের দক্ষিন পাশে মাটির নীচ থেকে সাড়ে ১০ লিটার এ্যালকোহল জাতীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ্যালকোহল জাতীয় মাদক দ্রব্য একটি লাল সাদা রঙের প্লাস্টিকের বস্তায় কাচের বোতলে করে মাটির নীচে পুতে রাখা ছিলো। র্যাব সদস্যরা জানায়, রিপন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। দীর্ঘদিন ধরে রিপন বিভিন্ন মাদক দ্রব্য নিজের কাছে রেখে ক্রয় বিক্রয় করে আসছে। ইতিপূর্বেও রিপন একাধিকবার আইন প্রয়োগকারি সংস্থার হাতে আটক হয়। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৮ টি মামলা রয়েছে। তাকে আটকের জন্য র্যাব অভিযান অব্যাহত রেখেছে।