যশোরে অস্ত্র গুলি ও ইয়াবাসহ চারজন আটক

jessore atok map

যশোর  কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ (৩০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ ওরফে বøাক শরিফ, মামুনের ছেলে শান্ত (২৫) ও ফারুক শেখের ছেলে রানা (২৬)। মঙ্গলবার গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই আনসারুল হক জানান, পুলিশের কাছে গোপনে খবর আসে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পাশে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম, শরিফ ওরফে বøাক শরিফ, শান্ত ও রানাসহ চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, অস্ত্র-মাদক আইনে তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা এলাকার উঠতি সন্ত্রাসী হিসেবে পরিচিত।