যুক্তরাষ্ট্রের ভিসানীতি আমরা সমর্থন করি, বললেন জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা তাদের ভিসানীতি সমর্থন করি।’

মঙ্গলবার দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় তার সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে, কোনো লোক যদি অবাধ, নিরপক্ষে নির্বাচনে বাধা হয় তবে তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। তাদের অধিকার আছে কাকে তারা ভিসা দেবে আর কাকে দেবে না।’

তিনি আরও বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন করতে তাদের (যুক্তরাষ্ট্রের) প্রস্তাবনা হচ্ছে– বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচন হচ্ছে সেখানে গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। এটার পরিবর্তন দরকার আছে। দলমত নির্বশেষে সবার সঙ্গে কথা বলে একমত হতে হবে।’

বর্তমান সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার ও ৩০০ আসনে জাপা প্রার্থী দেবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘বর্তমান শাসনতন্ত্রে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা। সেখানে মন্ত্রিপরিষদ পরিবর্তন না হলে গুণগত পরিবর্তন আশা করা কঠিন।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

পরে জিএম কাদের শহরের শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিন।