সাফ চ্যাম্পিয়নশিপের আগে ‘কম্বোডিয়া পরীক্ষায়’ নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। সেই পরীক্ষায় পাস করেছে জামাল ভূঁইয়াদের দল। এশিয়ার এই দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
নমপেনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে কম্বোডিয়া। শুরুর দিকে দুটি কর্নার ও একটি ফ্রি-কিক আদায় করে বাংলাদেশের ওপর চড়াও হয় কম্বোডিয়া। ম্যাচের ২৪ মিনিটে পাল্টা আক্রমণে মজিবর রহমান জনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দূর থেকে ফাহিমের আড়াআড়ি ক্রসে দুর্দান্তভাবে লক্ষ্যভেদ করেছেন জনি।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ দিকে এসে ১০ জনের দলে পরিণত হয়েছে বাংলাদেশ। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।