রনি-ইয়াসিরকে বাদ দিয়ে ওয়ানডে দলে আফিফ-নাঈম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম, ব্যাটসম্যান আফিফ হোসেন। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন সাকিব, তামিম ও তাসকিন।

চেমসফোর্ডে খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়লেন রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ইনজুরি কাটিয়ে তাসকিন ফেরায় বাদ পড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ইয়াসির আলী চৌধুলী রাব্বিকে বাদ দিয়ে নেওয়া হয়েছে আফিফ হোসেনকে। টপ অর্ডারের রনি তালুকদারকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ফর্মে থাকা নাঈম শেখকে।

টেস্ট সিরিজ শেষে আফগানিস্তান দল চলে যাবে ভারত সফরে। আগামী ২ জুলাই বাংলাদেশে ফিরে সোজা চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার পর সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম।