বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি আটক হয়েছে। বুধবার ভোর বেলায় থানার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে এসব আসামিদের আটক করা হয়। এসময় ২০ পিছ ইয়াবা ট্যাবঔেঁ সহ একজন গ্রেফতার হয়।
আটককৃত হলোঃ ১। আশরাফুল হোসেন, পিতা- আয়ুব আলী, সাং-রঘুনাথপুর ২। আলামিন হোসেন, পিতা-আমিনুর রহমান, সাং-ভবেরবেড়, ৩। রহমত আলী সরদার, পিতা-মৃত অহেদ সরদার, সাং-ভবেরবেড় মধ্যপাড়া, ৪।মোঃ তুষার ইমরান, পিতা-মৃত মহাসীন গাজী, সাং-শিবনাথপুর বারোপোতা, ৫।মোঃ রহমত আলী (৩০), পিতা-মৃত অহেদ সর্দার, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-ভবেরবেড় মধ্যপাড়া, ৬। রহমত আলী সরদার, পিতা-মৃত অহেদ সরদার, সাং-ভবেরবেড় মধ্যপাড়া, ৭। মোঃ জাকির হোসেন জাকারিয়া, পিতা-মৃত রুস্তম আলী, সাং-ভবেরবেড় (মাঝেরপাড়া), ৮। শওকত আলী মোড়ল স্বপন, পিতা-মৃত আবু শামস, সাং-কাগজপকুর উত্তরপাড়া,৯। আমিরুল পিতা অহেদ সর্দার সাং ভবেরবের সর্ব থানা-বেনাপোল পোর্ট জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। ১০।রয়েল পিং মফিজ সাং বড়আচড়া কে মামলা নং ২০(২)২৩ এ গ্রেফতার করা হয়।এছাড়া খড়িডাঙ্গা পশ্চিমপাড়া হতে আসামী ১১। মোঃ মাহবুর রহমান (৩৬), পিতা-মৃত কওছার আলী ,স্থায়ী: গ্রাম- খড়িডাঙ্গা, কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় ।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, মাদক সহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক করা হয়।