যশোর চৌগাছা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ১৪কোটি ৯লক্ষ ৬৮হাজার ৬শত ৪টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল।
নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১৪কোটি ৯লক্ষ ৬৮হাজার ৬শত ৪টাকা। এবং সমপরিমান টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাত থেকে প্রাপ্ত ৮কোটি ৪৪লক্ষ ৬৪হাজার ২১টাকা, উন্নয়ন খাতে প্রাপ্ত ৫কোটি ৩২লক্ষ টাকা,মোট প্রাপ্ত ১৩কোটি ৭৬লক্ষ ৬৪হাজার ২১টাকা ও প্রারম্ভিক জের ৩৩লক্ষ ৪হাজার ৫শত ৮৩টাকা। একইভাবে ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৮কোটি ১২লক্ষ ৩৯হাজার টাকা, উন্নয়ন খাতে ৫কোটি ৩২লক্ষ টাকা, মোট ব্যয় ১৩কোটি ৪৪লক্ষ ৩৯হাজার টাকা এবং সমাপ্তি জের হচ্ছে ৬৫লক্ষ ২৯হাজার ৬শত ৪টাকা।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর আতিয়ার রহমান, সিিদ্দিকুর রহমান , রুহুল আমিন, গোলাম মোস্তফা, সোহেল রানা উজ্জল,সাইদুর রহমান, জহুরা বেগম, ফাতেমা খাতুন প্রমুখ।