জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত ১৬ ঘন্টা ব্যবধানে ১ কেজি গাঁজা ও ১৪০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবেরবেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে রাজু,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মোল্লাডাঙ্গা ( ১০নং কাষ্টডাঙ্গা ইউনিয়ন) বর্তমানে যশোর বেনাপোল বলফিন্ড আনু হাজী এর বাড়ির ভাড়াটিয়া আবু জাফরের ছেলে মুশফিকুর রহমান ওরফে কাজল,যশোর সদর উপজেলার দোগাছিয়া বাগডাঙ্গা গ্রামের বর্তমানে চৌগাছা উপজেলার মাশিলা বাগানপাড়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে সাইফুল ইসলাম ও চৌগাছা উপজেলার মাশিলা (পশ্চিমপাড়া) এলাকার আশা শেখ এর ছেলে ই¯্রাফিল। এ ঘটনায় চৌগাছা থানা ও বেনাপোল পোর্ট থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ,এএসআই নির্মল কুমার ঘোষসহ একদল পুলিশ মঙ্গলবার ২০ জুন বিকেল ৬ টায় শার্শা থানাধীন শ্যামলাগাছিস্থ বেনাপোল টু যশোরগামী সড়কের পাশে মসজিদ-ই-নু এর সামনে পাকা রাস্তার উপর হতে মেহেদী হাসান ওরফে রাজু ও মুশফিকুর রহমান ওরফে কাজলকে ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তাদের দখলে থাকা ১৪০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, ডিবি’র এসআ্ শাহিনুর রহমান,এএসআই আমিরুল ইসলাম,এএসআই শেখ কামরুল আলমসহ একদল পুলিশ ১৯ জুন সোমবার গভীর রাত ১ টার পর যশোরের চৌগাছা থানাধীন চৌগাছা টু মহেশপুর গামী ভাস্কর্যের মোড় মেসার্স সেলিম ফার্মেসির সামনে থেকে সাইফুল ইসলাম ও ই¯্রাফিলকে গ্রেফতার করে। এসময় তাদের দখলে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে।