ঝিনাইদহে একই পরিবারের ৫ ভাইকে পিটিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের নরহরিদ্রা গ্রামে আধিপত্ত বিস্তার নিয়ে এক সামাজিক সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন নরহরিদ্রা গ্রামের সোহরাব মোল্লা (৬২), আমিরুল মোল্লা (৫০), নুর ইসলাম (৫৫), আব্দুস শহিদ মোল্লা (৫৭) ও জামিরুল মোল্লা (৪২)। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, বুধবার আলী হোসেন নামে এক ব্যক্তি শহীদ মোল্লার ধানের পাতো খাওয়াতে থাকে। নিষেধ করলে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আলী হোসেন বাড়ি ফিরে দলবদ্ধ ভাবে দোকানে বসে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় সোহরাব মোল্লা ও তার চার ভাই আহত হন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় আমিরুল ইসলাম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে লিখিত এজাহার করেছেন। আহত সোহরাব মোল্লা অভিযোগ করেন, সাবেক মেম্বর আশরাফুল ইসলামের ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগপত্রে নরহরিদ্রা গ্রামের আলী হোসেন, বাদশা, মেহেদী, মিলন, জাহাঙ্গীর, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, রাশিদুল, সাকিব, কাজল, আশরাফুল ও আব্দুল কাদের বিশ্বাসকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ রানা জানান, নরহরিদ্রা গ্রামে একটা মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।