যশোরে জুসের সাথে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা মামলায় সেই প্রেমিক আটক, স্বীকারোক্তি

jessore atok map

যশোরে জুসের সাথে বিষ মিশিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রী ও তার কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলার পর পালিয়েছে স্ত্রী সালেহা আক্তার। তবে, পুলিশ সেই কথিত প্রেমিক সামিউল ইসলাম জুয়েলকে আটক করেছে। বুধবার রাত চারটায় সদর উপজেলার নওদাগ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি জানিয়েছেন, সালেহার সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কথাও বলতেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই জয়বালা।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার নওদা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম তার স্ত্রী সালেহা আক্তার ও তার কথিত প্রেমিক সামিউল ইসলাম জুয়েলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। তার অভিযোগ তার স্ত্রী সালেহা আক্তার জুয়েলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। তারা দুইজন আমিনুলকে হত্যার পরিকল্পনা করে। গত ১৬ জুন রাতে আমিনুল সন্ধার পর বাড়িতে গেলে স্ত্রী সালেহা আমের জুসের সাথে বিষ মিশিয়ে তাকে খেতে দেয়। ওই জুস খাওয়ার পরই অসুস্থ্য হয়ে পরে আমিনুল। পরবর্তিতে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।